তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২২৯ রানের টার্গেট দিল ভারত

রাজকোট, ৭ জানুয়ারি (হি.স.) : শনিবার রাতে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে রাজকোটের ব্যাটিংয়ের সহায়ক পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিন এই নির্নায়ক ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২২৯ রানের টার্গেট দিল পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। ভারত এদিন ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে।

তবে শেষ ম্যাচ শ্রীলঙ্কা জেতায় এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী দাসুন শনাকারা। আগের ম্যাচেরই ফ্ল্যাশব্যাক ঘটাতে বদ্ধপরিকর টিম শ্রীলঙ্কা। এদিন প্রথমে ঈশান কিষাণের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে রাহুল ও শুভমান হাল ধরে রানের গতি কিছুটা বাড়িয়ে দেয়। ১০ ওভারে তুলে নেয় ৯২ রান। বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন তিনি। কাসুন রাজিতার বলে ক্যাচ দিলেন ডি সিলভার হাতে। তবে এদিন ৪৫ বলে শতরান করলেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর তৃতীয় শতরান।