যাতায়াতের সমস্যা সমাধান হয়নি, ভোট বয়কটের ডাক দিল লক্ষ্মীপুর ভিলেজের বাসীন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ একাধিক সমস্যায় জর্জরিত মুঙ্গিয়াকামি আর. ডি. ব্লকের লক্ষীপুর এডিসি ভিলেজের দয়াল পাড়া এলাকার বাসিন্দারা৷ নির্বাচনের পূর্বে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে এলাকার বাসিন্দারা৷ মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের লক্ষীপুর এডিসি ভিলেজের অন্তর্গত দয়াল পাড়া এলাকাটি৷ দয়াল পাড়া এলাকায় প্রায় ৫০ টি জনজাতি পরিবারের বসবাস৷ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় যাওয়ার রাস্তার মাঝে থাকা ছড়ার উপর একটি পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়া হোক৷ কারণ এই রাস্তাদিয়ে এলাকার লোকজনদের জাতায়ত করতে হয়৷ এলাকার কচিকাচাদের জীবনের ঝুকি নিয়ে ছড়া পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়৷ এমনকি এলাকার অসুস্থ ব্যক্তিদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে হয় এলাকাবাসিদের৷ এলাকাবাসীরা বহুবার ছড়ার উপর একটি পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ এই নিয়ে এলাকাবাসিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ এলাকার বাসিন্দারা জানান নির্বাচনের পূর্বে ছড়ার উপর পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়া না হলে তারা ভোট বয়কট করবে৷ বর্তমান এডিসি প্রশাসন ছড়ার উপর পাকা কালভার্ট নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ সামনে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের পূর্বে এলাকাবাসিরা এইবার ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছে৷