টানা তিনদিন পতন শেয়ারবাজারে, ৫ লক্ষ কোটি টাকা ক্ষতি লগ্নিকারীদের

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : বছরের শুরুটা ভাল হলেও ফের পতনের মুখে শেয়ারবাজার। এ সপ্তাহে টানা তিনদিন পতন বাজারে। সপ্তাহের শেষ দিনেও মাঝারি পতন দেখল দালাল স্ট্রিট। আর এই টানা তিনদিনের পতনে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ৫ লক্ষ কোটি টাকা। এর জেরে মাথায় হাত বিনিয়োগকারীদের।চলতি সপ্তাহে প্রথম দু’দিনে অল্প অগ্ৰগতি ছিল শেয়ারবাজারে। বুধবার বড় পতনের পর বৃহস্পতিবার অল্প পতন দেখেছিল বাজার। টানা তিনদিন পতনে সেনসেক্স খুইয়েছে প্রায় দেড় হাজার পয়েন্ট। ৬০ হাজারের নীচে নালম সেনসেক্স। নিফটি নেমে গিয়েছে ১৮ হাজারের কমে।

শুক্রবার সেনসেক্সের পতন ৪৫২.৯০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯০০.৩৭ পয়েন্টে। এদিন নিফটির পতন ১৩২.৭০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৭ হাজার ৮৫৯.৪৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ১০টিতে অগ্ৰগতি হয়েছে এদিন। পিছিয়েছে ৪০টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৫৭০টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১৪৫০টি কোম্পানির শেয়ার দর।