ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। সুপার ওভারে দুর্দান্ত জয় পেয়েছে স্টার্স। হারিয়েছে টাইটান্সকে। স্টার্স-এর খেলোয়ারদের মতে এটি তাদের প্রথম ম্যাচে পরাজয়ের মোক্ষম জবাব। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের উদ্বোধনী ম্যাচে টাইটান্স ৩৪ রানের ব্যবধানে স্টার্সকে পরাজিত করেছিল। আজ, শুক্রবার লীগের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে স্টার্স সুপার ওভারে টাইটান্স-কে পরাজিত করেছে। এদিকে ৬ দলীয় টি-টোয়েন্টি লীগের সুপার ফোর অর্থাৎ সেমিফাইনালে উন্নীত চার দল নিশ্চিত হয়েছে। যে চারটি দল সেমিফাইনালে খেলবে সেগুলি হলো: সিপাহীজলা স্টার্স, ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স, ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স এবং ইউনাইটেড নর্থ রাইডার্স। শুক্রবারে অনুষ্ঠিত লীগের শেষ ম্যাচে টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মন্দালোকের কারণে ম্যাচ পাঁচ ওভার কমিয়ে ১৫ করা হয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স নির্ধারিত ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সিপাহীজলা স্টার্সও সীমিত ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ৪৬ রান পায়। ম্যাচ টাই হলে সুপার ওভারের আশ্রয় নিতে হয়। সুপার ওভারে সিপাহীজলা স্টার্স রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয়। এদিকে, দিনের শুরুতে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স ও ধলাই ওয়ারিয়র্সের ম্যাচটি কুয়াশা ও মন্দালোকের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষিত হয়।
2023-01-06