নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ জেলা সভাধিপতির হাত ধরে নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয় নবনির্মিত দ্বিতল পাকা ভবনের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয় শুক্রবার৷ জানা যায় দীর্ঘদিন যাবত নেহাল চন্দ্রনগর উচ্চ বিদ্যালয় একটি দ্বিতল পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে জানানো হয়, অবশেষে রাজ্য শিক্ষা দপ্তর এলাকার জনগণ সহ ছাত্র-ছাত্রী অভিভাবকদের কথা মাথায় রেখে নেহালচন্দ্রননগর উচ্চ বিদ্যালয়য়ে দ্বিতল পাকা বাড়ি তৈরি করে দেন৷ প্রধান অতিথি হিসেবে দ্বিতল পাকা ভবনের শুভ উদ্বোধন করেন সিপাহীজলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত৷ বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সেন্ট ছন্দা দেববর্মা, পঞ্চায়েত সমিতির এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, নেহালচন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের ছঞ্চঙ্খ কমিটির চেয়ারম্যান নিপেন চক্রবর্তী, সমাজসেবক শান্ত দেবনাথ উপস্থিত ছিলেন৷
2023-01-06