রায়গঞ্জ, ৬ জানুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কাশিবাটি এলাকায় অবস্থিত একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবককে পিটিয়ে মারা হয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা পথ অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, মৃতের নাম চেতন সিং(২৪)। হেমতাবাদ থানার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ওই যুবককে একটি নেশামুক্তি কেন্দ্রে রাখে পরিবারের সদস্যরা। এজন্য পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতে হত। শেষ পর্যন্ত চেতনের এভাবে মৃত্যু হবে তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।
মৃতের ছোটো ভাই চন্দন সিং জানান, তিন মাস আগে দাদা চেতন সিংকে কাশিবাটি গ্রামের একটি নেশামুক্তি কেন্দ্রে সুস্থতার জন্য ভর্তি করি। এরজন্য জন্য হোম কর্তৃপক্ষকে প্রতি মাসে ৫ হাজার করে টাকাও দেওয়া হত। বৃহস্পতিবার আমাদের খবর আসে চেতন সিং অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। এদিন সকালে দাদা হাসপাতালে মারা যান।‘
পরিবারের অভিযোগ, চেতনকে ওরা পিটিয়ে মেরেছে। এই হোম অবিলম্বে বন্ধ ও হোমের মালিকদের গ্রেপ্তারের দাবি জানান প্রত্যেকে। মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে দীর্ঘক্ষণ মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনেরা এবং গ্রামবাসীরা পথ অবরোধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। সঠিক তদন্তের আশ্বাস দেওয়ার পর মৃতের পরিবারেরা পথ অবরোধ তুলে নেয়।

