নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ উদয়পুর মহকুমায় শাসক দল বিজেপি বাইক বাহিনীর উপদ্রবে আতঙ্কিত মানুষ৷ বিরোধী দলের কর্মী সমর্থকদের দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা, বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং বুধবার জেলা কংগ্রেস ভবনে পেট্রোল বোমা দিয়ে অগ্ণি সংযোগ করার পেছনে জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলে রাধা কিশোরপুর থানা ঘেরাও করলো কংগ্রেস কর্মী সমর্থকরা৷ শুক্রবার থানা ঘেরাও করার আগে বিক্ষোভ মিছিলটি জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে থানা কর্নার, সেন্টার রোড, নিউটন রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাধা কিশোর পুর থানার সামনে এসে শেষ হয়৷ তারপর রাধা কিশোর পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকরা৷ পরবর্তী সময় জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, রাজীব সমাদ্দার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল পাঁচ দফা দাবি জানিয়ে রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের কাছে এক স্মারক লিপি তুলে দেন৷ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানান, ডাঙ্গা সৃষ্টি করার চেষ্টাকারীদের এবং মিথ্যা মামলা করা সহ কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপ করে অগ্ণি সংযোগ করার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়ছে৷
2023-01-06

