নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৫ই জানুয়ারী খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার তথা মহকুমা শাসক বিজয় সিনহা৷ খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল১,২২, ০৪৮ জন৷ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৪, ২৫৫জন৷ ভোটার তালিকা প্রকাশ করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বলেন খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল১,২২, ০৪৮ জন৷ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৪, ২৫৫জন৷ মোট বেড়েছে ২২০৭জন৷ এর মধ্যে ভোটার বেড়েছে ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে ৬৭৯জন৷ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে ৬২৪জন৷২৬ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ৯০৪জন৷ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার আরো জানান নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যেসব কেন্দ্রে বিগত বিধানসভা নির্বাচনে শতকরা ৮৮ শতাংশের নিচে ভোট ছিল সেইসব কেন্দ্র চিহ্ণিত করে প্রচার অভিযান চালানো হবে৷ যাতে ভোট শতাংশ আরো বেড়ে যায়৷ সেই ভোট কেন্দ্র গুলি চিহ্ণিত করা হয়েছে৷ ভোট কেন্দ্রগুলি হল ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে নয়টি৷২৫ খোয়াই কেন্দ্রে একটি এবং আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে দশটি৷ এবারের বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না৷ মহকুমা শাসক জানান খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ৭১৬ জন দৃষ্টিহীন ভোটার আছেন৷ এর মধ্যে ২৪ রামচন্দ্র ঘাট কেন্দ্রে ২১২জন৷ ২৫ খোয়াই কেন্দ্রে ৩০০জন৷ এবং ২৬ আশারামবাড়ি কেন্দ্রে ২০৪জন৷ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে জানিয়ে দেওয়া হয় নির্বাচন ঘোষণার পর কোন নির্বাচনী প্রচারের জন্য অনুমতি নিতে হলে অনলাইনে আবেদন করতে হবে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আলোচনা করা হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে৷
2023-01-05

