নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৫ জানুয়ারী৷৷ বৃহস্পতিবার বেলা দুইটায় মহকুমা শাসকের কার্যালয়ে এবং সন্ধ্যায় জেলা শাসকের কার্যালয়ে মহকুমা এবং জিলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে সামার রিভিসান পুলের ফাইনাল পাবলিকেশন প্রকাশ করা হয় মহকুমা কার্যালয়ে৷ মহকুমা শাসক রতন ভৌমিক – সংবাদ প্রতিনিধি ও রাজনৈতিক দল গুলির কাছে সামার রিভিসান পুলের ফাইনাল পাবলিকেশন নিয়ে বক্তব্যে বলেন বিলোনিয়া, ঋষ্যমুখ ও রাজনগরের ভোটার ও ভোট সম্পর্কিত একটা চিত্র তুলে ধরেন যেখানে তিনি বলেন এবারে ভোটে মহিলা ভোটারদের সংখ্যা গতবারের তুলনায় কিছূ বেশি, তবে অন্য দুই বিধানসভার তুলনায় রাজনগরে কিছুটা কম৷ শ্রী ভৌমিক বলেন গত বিধানসভা নির্বাচনে রাজনগরে মোট ভোটার ছিল ৪৬৪১৬ এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮৬১৷ ৩৫ বিলোনিয়া বিধানসভা ক্ষেত্রে ৪৩৫৬২ এবার বেড়ে হয়েছে ৪৪৫৫৬৷৩৭ ঋষ্যমুখে ছিলো ৪৫৫৫৮ এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬৭২৷ অর্থাৎ রাজনগরে ভোটার বেড়েছে ১৪৪৫, বিলোনিয়াতে ৯৯৪, ঋষ্যমুখে ১১১৪,অর্থাৎ শতাংশের হিসেবে ভোট বেড়েছে ৪,তিন বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার রয়েছে ১৩৯০৮৯ জন৷ বক্তব্য শেষে মহকুমা শাসক শ্রী ভৌমিক রাজনৈতিক দলগুলোর হাতে ভোট ও ভোটার সম্ভলিত কাগজপত্র তুলে দেন৷ তিনি বলেন ভোট ঘোষণা হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলি সরকারি জায়গায় যে সমস্ত ফ্লেক্স , বেনার ইত্যাদি লাগিয়েছেন সেগুলি যেন সরিয়ে নেয়, না হলে কমিশনের নির্দেশ মোতাবেক আমাদের সরাতে হবে, সেটা যাতে না করতে হয় সেইদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন সম্পন্ন হয় সেইদিকে খেয়াল রাখবেন৷ তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচনকে উৎসব মুখর করে তুলতে রঙ্গোলি প্রতিযোগিতার ও আয়োজন করেছে এবং প্রতিযোগিতার বিষয় বস্তু ও নির্বাচন করছে এবং বিষয় ও জানিয়ে দেওয়া হয়েছে৷অন্যদিকে বিকেল পাঁচটায় জেলা শাসকের মিলনায়তনে অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা ও একই বিষয়ে আলোকপাত করেন সেখানে ও রাজনৈতিক প্রতিনিধি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন৷ তিনি দক্ষিণ জেলার ৭টি বিধানসভা ক্ষেত্রের ছবি তুলে ধরেন এখানে বিলোনিয়া, রাজনগর, ঋষ্যমুখ ছাড়া বাকি চারটি বিধানসভা ক্ষেত্রের ছবিটা হলো ৩৬ শান্তিবাজার উপজাতি ভিত্তিক বিধানসভা এলাকায় মোট ভোটার ৫০৩০১জন, গতবার ছিল ৪৮৭০৮ জন, ৩৮ জোলাইবাড়ি উপজাতি ভিত্তিক বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার ৪৮৭৯৩ জন, আগে ছিল ৪৭২৮১জন, সাবরুমে দুটি বিধানসভা ক্ষেত্রের একটি মনু এসটি বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার ৪৭৬৪৭জন আগে ছিল ৪৫৯৭৫ জন /৪০ সাবরুম বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার ৪৭৮৬৭ জন আগে ছিল ৪৬৫৬১ জন, অর্থাৎ সব মিলিয়ে শতাংশের হিসেবে মোট ভোটার বেড়েছে ৩ শতাংশ অতিরিক্ত জেলা শাসক ও সব দলের কাছে ভোটটা যেন সুন্দর ভাবে হয় সেই আর্জি রেখেছেন৷ দক্ষিণ জেলার মোট সাতটি বিধানসভা কেন্দ্রে সর্বমোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৬৯৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৭৯ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৩ হাজার ৬১৮ জন৷
2023-01-05