বিশ্বনাথের মনাবাড়িতে বুনোহাতির হামলায় হত এক

বিশ্বনাথ (অসম), ৫ জানুয়ারি (হি.স.): বিশ্বনাথ জেলার অন্তর্গত মনাবাড়িতে বুনোহাতির আক্রমণে প্রাণ গেছে জনৈক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে। মৃত ব্যক্তিকে মনাবাড়ি চা বাগান এলাকার জনৈক জিতেন সোনা বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, কাজিরঙার ষষ্ঠ সংযোজনর ভিতরে কাঠ আনতে গিয়ে বুনোহাতির আক্রমনের শিকার হন জিতেন সোনা। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। হাতির দল দেখে তাঁরা পালিয়ে যান। এদিকে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন সোনার।

ঘটনার খবর পেয়ে সংঘটিতস্থল মনাবাড়ি চা বাগানে যান পুলিশ ও বন দফতরের আধিকারিক-কর্মী। পুলিশ নিহত জিতেন সোনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।