গোয়া, ৫ জানুয়ারি (হি.স.) : প্রতীক্ষার অবসান, হায়দরাবাদ থেকে উড়ে আসা প্রথম যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার সকালে অবতরণ করল গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে। ২০২২ সালের ডিসেম্বর মাসে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার থেকে এই বিমানবন্দরে শুরু হয়েছে ঘরোয়া বিমান চলাচল।
মোপার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের এদিন উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফুল দিয়ে স্বাগত জানানো হয় যাত্রীদের। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, বৃহস্পতিবার এখানে কমার্শিয়াল বিমান অবতরণ করেছে। এর ফলে এখানে অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে।

