নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জাঁকিয়ে ঠান্ডায় কাবু দিল্লি-সহ গোটা উত্তর পশ্চিম ভারত। কড়া শীতে কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। ঠাণ্ডায় জবুথবু বিহার ও মধ্যপ্রদেশও। কোথাও কোথাও পারদ ৪-৫ ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সফদরজংয়ে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কমে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, চলতি মরশুমে এই প্রথম এতটা তাপমাত্রা নামল দিল্লিতে।
যেমন শীত, তেমন কুয়াশাও। বৃহস্পতিবারও কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি। যার ফলে কমেছে দৃশ্যমানতা। তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে রিজিওনে এদিন ১২টি ট্রেন দেরিতে চলেছে এবং দু’টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে অবশ্য বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।
শুধু দিল্লিই নয়, হাড়কাঁপানো ঠান্ডা জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে। ওই সব রাজ্যগুলিতে ঠান্ডার পাশাপাশি বজায় রয়েছে কুয়াশার দাপটও। এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মথুরা। শীতের পোশাক পরেও ঠাণ্ডা থেকে রেহাই মেলেনি, তাই অনেকে আগুনের উত্তাপে উষ্ণ হওয়ার চেষ্টা করেন।