নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৫ জানুয়ারী৷৷ শীতের রাতে কল্যাণপুরে পথদুর্ঘটনায় আহত কাঠমিস্ত্রি৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনা হয় কল্যাণপুর থানা এলাকার কুঞ্জবনে৷ কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মরণ সূত্রধর(৪০) নিজের কাজ সেরে উপজাতি জনপদ বড়ময়দান থেকে বাড়িতে ফিরছিলেন৷ এ অবস্থায় কল্যাণপুর থানা এলাকার কুঞ্জবনে একটি অপরিচিত বাইক উনাকে ধাক্কা মেরে চলে যায়৷ তিনি রাস্তায় লুটে পড়েন৷ উনার নাকে মুখে শরীরে আঘাত লাগে৷ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে৷ খবর পেয়ে দ্রুতগতিতে কল্যাণপুর দমকল বাহিনী কাঠমিস্ত্রিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনার চিকিৎসা করেন৷ খবরে শীতের রাতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কল্যাণপুরে৷
2023-01-05