নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জানুয়ারী৷৷ বৃহস্পতিবার সকালে বিশালগড় থানার পুলিশ, চড়িলাম বন দপ্তর এবং সিআরপিএফের যৌথ অভিযানে গজারিয়া এবং চেলিখলায় কুড়িটি প্লটে আনুমানিক ৭৫,০০০( পঁচাত্তর হাজার) গাজাঁ গাছ ধবংস করা হয়েছে৷তবে দুটো এলাকার গাজাঁ বাগনের কারবারিরা বাক বতিন্ডা শুরু করে তাদেরকে৷তবে এই অভিযানে নেত্রিত্বে ছিলেন পুলিশ এর ইন্সপেক্টর সুমন উল্লাহ কাজী এবং সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস সহ প্রচুর পরিমানে সিআরপিএফ বাহীহির জোওয়ানরা৷ গাজাঁ বাগিচা ধবংসের সময় দুর থেকে পুলিশকে গালি মন্দ শুরু করে এলাকার গাজাঁ বাগিচার কারবারিরা৷পুলিশ এবং ফরেস্ট এর তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয় আগামী দিনেও এধরনের অভিযান চালিয়ে যাবে৷
2023-01-05