দিল্লির দ্বারকায় ৬টি গাড়িতে ধাক্কা মারল পুলিশ কর্মীর গাড়ি, আহত ৪ জন

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির দ্বারকা এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারল দিল্লি পুলিশের এএসআই-এর প্রাইভেট গাড়ি। এই দুর্ঘটনায় ওই এএসআই-সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দ্বারকা মোড় এলাকায়। দুর্ঘটনার সময় এএসআই মদ্যপ অবস্থায় ছিলেন কি-না, তা জানার জন্য তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দ্বারকা মোড় এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারে এএসআই-এর প্রাইভেট গাড়ি। আউটার জেলায় পোস্টিং ছিল ওই এএসআই-এর। ওই এএসআই-সহ ৪ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ওই এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *