নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ভারত সবুজ হাইড্রোজেনের বৈশ্বিক কেন্দ্র হবে। জাতীয় সবুজ মিশনের লক্ষ্য হল ভারতকে গ্রিন হাইড্রোজেন এবং এর থেকে ব্যুৎপন্ন উৎপাদন, ব্যবহার এবং রফতানির জন্য একটি বৈশ্বিক হাব করা।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, স্বল্পমূল্যের যন্ত্রপাতি ও প্রযুক্তির উৎপাদনকে উৎসাহিত করার জন্য দুই ধরনের প্রণোদনা দেওয়া হবে -৫ বছরের জন্য ইলেক্ট্রোলাইজার তৈরিতে প্রণোদনা দেওয়া হবে এবং সবুজ হাইড্রোজেন উৎপাদনে প্রণোদনা দেওয়া হবে। সবুজ হাইড্রোজেন হাবও গড়ে তোলা হবে।