ধুবড়ি (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার গৌরীপুর থানার ওসি ঋতুজ্যোতি নাথ, টাউন দারোগা কপিল দাসের নেতৃত্বে একের পর এক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জেল হাজতে প্রেরণ করলেও কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অসামাজিক কার্যকলাপ।
দীর্ঘদিন থেকে গৌরীপুরে মদ, জুয়া, তির, গাঁজা, গবাদি পশু পাচার এবং ড্রাগসের রমরমা ব্যবসা চলে আসছে। পুলিশ যতই কঠোর হচ্ছে, ততই যেন বাড়তে চলেছে অসামাজিক কার্যকলাপ।
গতকাল মঙ্গলবার রাতে গৌরীপুর পুলিশ থানার অন্তর্গত গেরামারি প্রথম খণ্ডের নাওয়ারচরের গ্রাম রক্ষী বাহিনী চারটি চোরাই বলদ (গরু) আটক করে। জানা গেছে, রাতে পাহারা দেওয়ার সময় গ্রামরক্ষী বাহিনীর দল গরু চোরের দলের পিছু ধাওয়া করে চারটি বলদ ফেলে পালিয়ে যায়। এর পর খবর দেওয়া হয় গৌরীপুর থানায়। খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত বদলগুলি থানায় নিয়ে যায়।

