বারুইপুর, ৪ জানুয়ারি (হি.স.): হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসার লাইনে দাঁড়িয়েই মৃত্যু হল এক রোগীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা করাতে এসে রোগীর লাইনেই মৃত্যু হয় জগাই মন্ডল(৬৬) নামে এক ব্যক্তির। জয়নগর থানার ধোসা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি হার্নিয়ার চিকিৎসা করাচ্ছিলেন বারুইপুর মহকুমা হাসপাতালে। সেই চিকিৎসার কারণেই বুধবার সকালে তিনি বারইপুর মহকুমা হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসার লাইনে দাঁড়িয়ে তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
2023-01-04