নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জানুয়ারী৷৷ সামনেই বিধানসভা নির্বাচন৷ বিধানসভা নির্বাচনের উপর নির্ভর করে রাজ্যের উন্নয়ন,রাজ্যেবাসীর উন্নয়ন৷ বিধানসভা ভোটেই নির্ধারিত হয় আগামী পাঁচ বছরের রাজ্যে পরিচালনা করার দায়িত্ব কার হাতে থাকবে৷ আর রাজ্য পরিচালনার দায়িত্ব কাকে দেবেন তা নির্ণয় করেন রাজ্যের গণদেবতা৷ এক্ষেত্রে অবশ্যই নির্ণায়ক ভূমিকা পালন করে নতুন ভোটারগণ৷ মঙ্গলবার বিশালগড় অফিস টিলা টাউন হলে বিশালগড় যুব মোর্চার মন্ডল কমিটির পক্ষ থেকে নতুন ভোটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ মঙ্গলবার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, আইনজীবী নিতাই চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রিতম সাহা, মোর্চার মন্ডল সভাপতি অনুরাগ চক্রবর্তী প্রমুখ৷ ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ করা নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়৷ ভাষণে বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে৷ প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ার কাজ করছে৷ প্রধানমন্ত্রীর স্বপ্ণ বাস্তবায়নের দায়িত্ব আজকের নবপ্রজন্মকে নিতে হবে৷ আপনারা এখন ভোটার৷ এটা অধিকার৷ তেমনি রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব গুলি পালন করতে হবে৷ যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক বলেন স্বচ্ছতা থাকলে উন্নতি সম্ভব৷ আজ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে৷ সকল বেকার যুবক যুবতীদের অধিকার দিয়েছে সরকার৷ বিগত সরকারের অস্বচ্ছতা এবং দাম্ভিক মানসিকতার কারণে ১০৩২৩ জন শিক্ষক কাজ হারিয়েছে৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত শক্তিশালী ভারত গড়ার কাজ চলছে৷ সন্ত্রাসবাদী এবং বহিঃশত্রুদের কোমড় ভেঙে পড়েছে৷ আজ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে৷ শান্তি উন্নতি সমৃদ্ধশালী ভারত গড়তে নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ শেষে সকল নতুন ভোটারদের শুভেচ্ছা স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ নতুন ভোটারদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ কারন তাদের কাছে ভোট মানে উৎসব৷ তাদের মূল্যবান মতামত মূল্যবান ভোট দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ নতুন ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে যুব মোর্চার এমন কর্মসূচি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
2023-01-03

