ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ১০ মিনিটের কম সময় খেলে তামিলনাড়ু জয় তুলে নিয়েছে। মাত্র ১০ বল খেলেই তামিলনাড়ু জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নিয়েছে। শেষ ম্যাচেও ত্রিপুরার গার্লস টিম ভালো খেলা দেখাতে ব্যর্থ হয়েছে। তবে উইকেট আঁকড়ে টিকে থেকে প্রতিপক্ষের বোলারদের অধৈর্য করে তোলার ব্যাপারে ত্রিপুরার মেয়েরা অনেকটা প্রতিভার পরিচয় দিয়েছে। আগামী দিনে আরও তালিম পেলে তারাও ভালো খেলতে পারবে বলে আশা করা যাচ্ছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৫ বালিকাদের এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ ম্যাচে হেরে শূন্য হাতে ফিরছে ত্রিপুরার মেয়েরা। অন্যান্য ম্যাচগুলির মতোই তামিলনাড়ুর কাছেও ত্রিপুরা দশ উইকেটে পরাস্ত হয়ে এবার ঘরে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে। ছয় দলীয় গ্রুপে পাঁচ ম্যাচে ত্রিপুরা দল ক্রমান্বয়ে চার দলের সঙ্গে ১০ উইকেটে এবং মাঝে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। মঙ্গলবারের খেলায় টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু তথৈবচ চেহারা। ৩৫ ওভার উইকেটে টিকে থেকে ২১ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। তামিলনাড়ুর বোলার মেরি তিন রানে চারটি এবং মধুমিতা দুই রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ুর কমলিনী ও জয়শ্রীর ওপেনিং জুটিই ১০ বল খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। কমলিনী ৯ বল খেলে চারটি বাউন্ডারি মেরেই দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয়। এক কথায় প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট অভিযানে ত্রিপুরা দল শূন্য হাতেই ঘরে ফিরে আসছে।
2023-01-03