অসমে হিন্দু ধৰ্ম গ্ৰহণ ইসলাম ধৰ্মাবলম্বী যুবতী শবনম আরার

তেজপুর (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : ইসলাম ধৰ্ম ছেড়ে হিন্দু ধৰ্ম গ্ৰহণ করেছে ইসলাম ধৰ্মাবলম্বী জনৈক যুবতী। শোণিতপুর জেলার অন্তর্গত জামুগুড়িহাটের শবনমআরা বেগম সনাতনী ধৰ্ম গ্রহণ করলে তাঁর নতুন নাম হয়েছে শবনম কাশ্যপ৷

শোণিতপুর জেলার জামুগুড়িহাটের পার্শ্ববর্তী ঐতিহাসিক শৈবপীঠ নাগশংকর দেবালয়ে হোমের অগ্নিকে সাক্ষী করে ইসলাম ধৰ্মাবলম্বী যুবতী তেজপুরের বারিকাচুবুরীর বাসিন্দা শবনমআরা বেগম হিন্দু সনাতনী ধৰ্ম গ্রহণ করে শবনম কাশ্যপ নামে পরিচিতি লাভ করেছেন৷

মাজুলির দক্ষিণপাট গৃহাশ্ৰমী সত্ৰের সত্ৰাধিকার জনাৰ্দন দেবগোস্বামী পূজাপাঠ ও যজ্ঞানুষ্ঠানে শবনম হিন্দু ধৰ্ম গ্ৰহণ করেছেন৷ পরাবর্তনের পর তাঁর হাতে মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের একটি পটচিত্র তুলে দিয়েছেন সত্ৰাধিকার জনাৰ্দন দেবগোস্বামী৷ সনাতন হিন্দু সংস্কৃতির প্ৰতি বাল্যকাল থেকেই আকৰ্ষণ তাঁর৷ তাই হিন্দু ধৰ্ম গ্ৰহণের জন্য বেশ কিছুদিন ধরে বিশ্বহিন্দু মহাসংঘের সঙ্গে যোগাযোগ করছিলেন৷ পরবর্তীতে বিশ্বহিন্দু মহাসংঘের কাছে লিখিত আবেদন জানান শাবনমআরা বেগম৷

এর পর দিনক্ষণ নির্ধারণ করে গতকাল সোমবার ঐতিহাসিক শৈবপিঠে সম্পূৰ্ণ হিন্দু সনাতনী ধৰ্মের রীতিনীতি অনুযায়ী বৈদিক মন্ত্ৰোচারণ এবং যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে হিন্দুত্বে ধৰ্মান্তরিত হন শবনম কাশ্যপ৷
হিন্দু ধৰ্মে ধৰ্মান্তরিত হয়ে শবনম বলেন, সনাতন হিন্দু সংস্কৃতির প্ৰতি বহু পুরনো আকৰ্ষণ তাঁর৷ বেশকিছু অধ্যয়নও করেছেন হিন্দুত্ব সম্পর্কে৷ হিন্দু ধর্ম গ্রহণ করার ইচ্ছা তিনি তাঁর পরিবারবর্গকেও জানিয়েছিলেন৷ তাঁর কোনও আপত্তি বা বাধা দেননি৷ হিন্দুত্বে ধৰ্মান্তরিত হয়ে তিনি বেশ সুখানুবব করছেন বলেও অকপটে দাবি করেছেন শবনম কাশ্যপ৷

এদিকে মাজুলির দক্ষিণপাট গৃহাশ্ৰমী সত্ৰের সত্ৰাধিকার জনাৰ্দন দেবগোস্বামী বলেন, শবনম স্বইচ্ছায় ইসলাম ধৰ্ম ত্যাগ করে হিন্দু সনাতনী ধৰ্ম গ্ৰহণ করেছেন৷ হিন্দু সনাতনী ধৰ্ম কাউকে জোরজবরদস্তি ধৰ্মান্তরণ করে না৷ এ ব্যাপারে তাঁকে কেউ প্ররোচনা দেননি৷ এবার তাঁকে হিন্দু ধৰ্মের রীতিনীতি পালনের উপযোগী করে তোলা হবে বলেন, জানান জনার্দন দেবগোস্বামী৷
এছাড়া হিন্দু যুব-ছাত্ৰ পরিষদের সভাপতি বলেন বৈশ্য বলেন, বিশ্বের সব থেকে প্ৰাচীন হিন্দু সনাতনী ধৰ্মের প্ৰতি আকৃষ্ট হয়ে শবনমআরা বেগম এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁকে সংগঠন স্বাগত জানায়৷

অন্যদিকে ইসলাম ধৰ্ম ত্যাগ করে সনাতনী হিন্দু ধৰ্ম গ্ৰহণকারী শবনম কাশ্যপকে হিন্দু ধৰ্মাবলম্বা যুবক প্ৰাণজিত মহন্ত নিজের বড় বোন হিসেবে গ্ৰহণ করে ভবিষ্যতে তাঁর সঙ্গে ভাইয়ের সকল কর্তব্য সম্পাদন করবেন বলে অঙ্গীকার করেছেন৷