নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে আত্মনির্ভর করা উচিত বিজ্ঞানের। বিজ্ঞানের প্রচেষ্টা তখনই ফল দিতে পারে, যখন তাঁরা ল্যাব থেকে জমিতে যাবেন। ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করা হয়েছে, ভারতের বাজরা এবং বাজরার ব্যবহার বিজ্ঞানের সাহায্যে আরও উন্নত করা উচিত। প্রধানমন্ত্রী বলেছেন, স্টার্টআপের ক্ষেত্রে বর্তমানে তিনটি শীর্ষ দেশের মধ্যে রয়েছে ভারত। ২০১৫ সাল পর্যন্ত আমরা ১৩০টি দেশের বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৮১ তম স্থানে ছিলাম, কিন্তু ২০২২ সালে আমরা ৪০ তম স্থানে পৌঁছেছি।
এ বছর ভারতীয় বিজ্ঞান কংরেসের অধিবেশনের আলোচনার মূলবিষয় হল – মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। অংশগ্রহণকারীরা দীর্ঘস্থায়ী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়াও উচ্চ শিক্ষা, গবেষণা এবং শিল্পে মহিলা অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং গণিত এবং অর্থনৈতিক ক্ষেত্রে মহিলারা যাতে সমান সুযোগ সুবিধা পান সে ব্যাপারেও নির্দিষ্ট রূপরেখা তৈরি নিয়ে আলোচনা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর ভূমিকা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিখ্যাত মহিলা বিজ্ঞানীরা ভাষণ দেবেন।
শিশুদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করতে অনুষ্ঠিত হবে শিশু বিজ্ঞান কংগ্রেস। কৃষিকাজে যুবকদের উৎসাহ দিতে আয়োজন করা হয়েছে কৃষক বিজ্ঞান কংগ্রেসের। প্রাচীনকালে দেশজ জ্ঞান-বিজ্ঞানের চর্চা তুলে ধরতে এবং উপজাতি মহিলাদের ক্ষমতায়নের দিকে লক্ষ্য রেখে অনুষ্ঠিত হবে উপজাতি বিজ্ঞান কংগ্রেস।