ক্যানিং: প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার

ক্যানিং, ৩ জানুয়ারি (হি. স.) :ক্যানিং মাতলা ব্রিজ সংযোগকারী রাস্তায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয়েছে সাড়ে ২৬ কেজি গাঁজা। ওডিশা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা বাসন্তীতে পাচার করা হচ্ছিল। ঘটনায় একটি স্কর্পিও গাড়িকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ মোট তিনজনকে।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত সুলতান গায়েন ও তার স্ত্রী মিনারা মল্লিক এই গাঁজা শিয়ালদহ থেকে বাসন্তীর কলতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। উড়িষ্যা থেকে এই গাঁজা অন্য কেউ নিয়ে এসেছিল বলে দাবি ধৃতদের। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত সুলতান। কিছুদিন আগেই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ে যায় তার। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গত কয়েকমাস ধরেই এই গাঁজা পাচারের শুরু করেছিল সে। এদিন ক্যানিং থানার এস আই রঞ্জিত চক্রবর্তীর তৎপরতায় সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। ধৃতদের দশদিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবারই আলিপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরো তদন্ত করতে চাইছে পুলিশ।