নিরাপত্তার দাবীতে হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আশাকর্মীদের

মগরাহাট, ৩জানুয়ারি (হি. স.) আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ে বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে আশা কর্মীরা। নিরাপত্তার দাবীতে মঙ্গলবার দুপুরে বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল আশাকর্মী। তাঁদেরকে নানা ভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। লাগাতার হুমকির প্রতিবাদ জানিয়ে নিজেদের ও পরিবারের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা।

রাজ্যে আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোতে। আবাস যোজনার তালিকা অনুযায়ী প্রাথমিক ভাবে সরকারি নির্দেশে সার্ভের কাজ করতে গিয়েছিলেন আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা। আর সেই কারণে এই তালিকা থেকে নাম বাদ গেলেই সেই রোষ এসে পড়ছে এই আশা ও অঙ্গনওয়ারী কর্মীদের উপর। প্রাণনাশের হুমকি থেকে আশা কর্মীদের। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। আর সেই কারণেই এদিন বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেঞ আশা কর্মীরা। মূলত তাদের দাবি এই কাজ তারা করতে পারবেনা। কারণ এতে প্রাণনাশের হুমকি আসছে বারে বারে। নিরাপত্তার দাবিতে শতাধিক আশা কর্মী বানেশ্বরপুর হাসপাতালে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন।