দুই দিনের সফরে রাজস্থানে যাবেন রাষ্ট্রপতি, উদ্বোধন করবেন সংবিধান পার্কের

জয়পুর, ২ জানুয়ারি (হি.স.) : দুই দিনের সফরে রাজস্থানে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে ৩ জানুয়ারি জয়পুর পৌঁছবেন রাষ্ট্রপতি । এখানে তিনি রাজভবনে নির্মিত সংবিধান পার্কের উদ্বোধন করবেন। এরপর তিনি বিমানে মাউন্ট আবুর উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। মাউন্ট আবুতে রাতে বিশ্রাম নেবেন তিনি।

এরপরে ৪ জানুয়ারি পালির রোহাটে জাতীয় জাম্বুরিতে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির । সেখানে রাষ্ট্রপতি জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন। এরপর অনুষ্ঠানস্থলের কাছে নির্মিত হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি যোধপুরের উদ্দেশে রওনা হবেন। ওই দিনই বিকেল ৪ টেয় দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।