নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): নোটবন্দি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বড়সড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, নোটবন্দির সিদ্ধান্তে ভুল ছিল না কেন্দ্রের। শীর্ষ আদালতের এই রায়ের পরই বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, সন্ত্রাসে অর্থায়ন, জালনোট ও অর্থ পাচার রুখতেই নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিন দুপুরে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “সুপ্রিম কোর্টের আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। ২০১৬ সালে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার, সেই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানানো সমস্ত আবেদন খারিজ করেছে সর্বোচ্চ আদালত।”
রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “সম্পূর্ণ নীতিটি সন্ত্রাসে অর্থায়ন, জালনোট ও অর্থ পাচার ইত্যাদি প্রতিরোধের জন্য করা হয়েছিল। বিমুদ্রাকরণ সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আদালতও এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেছে। যদিও কংগ্রেস এই নিয়ে ব্যাপক হাঙ্গামা করেছিল।”
উল্লেখ্য, নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫৮টি পিটিশন দায়ের করা হয়েছিল। আবেদনকারীদের যুক্তি ছিল, পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। কিন্তু, সোমবার রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, নোটবন্দির সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।

