কর্নেল সি.কে নাইডু ট্রফি ১ম ইনিংসে লিড ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। প্রথম ইনিংসে লিড নিয়েছে ত্রিপুরা। দ্বিতীয় দিনের খেলা শেষে পাঞ্জাব এই মুহূর্তে ৩১ রানে এগিয়ে রয়েছে‌। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় রাজ্য দলের মনোবল অনেকটা তুঙ্গে। পাঞ্জাব শিবিরে এখনোও নয় উইকেট বর্তমান। চার দিবসীয় ম্যাচে যতটুকু মনে হচ্ছে খেলার জয়-পরাজয়ের ফয়সালা ঘটবে। এখন প্রশ্ন, প্রথম ইনিংসে লিড নেওয়ার প্রাথমিক কাজ হাসিলের পর ঘরের মাঠে ম্যাচ জয়ের পুরো আনন্দটা ত্রিপুরা শিবির উপভোগ করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এর জন্য আগামীকাল তৃতীয় দিনের প্রথম বেলায় রাজ্য দলের বোলারদের যেমন জ্বলে উঠতে হবে, তেমনি পরবর্তী সময়ে ব্যাটসম্যানদেরও তাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর হতে হবে। উল্লেখ্য, কর্নেল সি.কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেটে পাঞ্জাব তাদের প্রথম ইনিংসে সংগৃহীত ১৬২ রানের জবাবে ত্রিপুরা আজ ১৭৫ রানে ইনিংস শেষ করে। রাজ্য দলের পক্ষে পল্লব দাসের ৫৯ রান এবং বিক্রম দেবনাথের ৪৩ রান উল্লেখযোগ্য। পাঞ্জাবের আর্যমান ধালীয়াল ৪২ রানে চারটি উইকেট পেয়েছে। ১৩ রানে পিছিয়ে থেকে পাঞ্জাব তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৫ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব ৪৪ রান সংগ্রহ করেছে। ওপেনার বিশ্ব প্রতাপ সিং ৩৫ রানে এবং পোখরাজ মান ৪ রানে উইকেটে রয়েছেন। সংক্ষিপ্ত স্কোর: পাঞ্জাব প্রথম ইনিংসে ১৬২, দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৪৪ রান। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৭৫ রান।