অরুণোদয়’-এর সুবিধাপ্রাপক বাছাই-সভায় সরিষা গ্রাম পঞ্চায়েতে মহিলাদের উপচেপড়া ভিড়

করিমগঞ্জ (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের সরিষা চরাকুড়ি গ্রাম পঞ্চায়েতে ‘অরুণোদয়’ প্রকল্পের সুবিধাপ্রাপকদের বাছাই করতে আয়োজিত সভায় আজ মহিলাদের ভিড় উপচে পড়ে।

শনিবার দুপুর ১২টায় পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আগে থেকেই ঝাঁকে ঝাঁকে অফিস প্রাঙ্গণে উপস্থিত হন মহিলারা।

এ ব্যাপাারে বিস্তারিত তথ্য তুলে ধরেন গ্রাম পঞ্চায়েত (জিপি) সভাপতি মৃণালকান্তি দাস। তিনি জানান, বিধবা, বিবাহ বিচ্ছেদের শিকার মহিলা, অবিবাহিত বয়স্ক মহিলা, বিকলাঙ্গ ও বার্ষিক দু-লক্ষ টাকার নীচে উপার্জনকারী মহিলারাই অরুণোদয় প্রকল্পে সুবিধা পাবেন। সরিষা চরাকুড়ি জিপি সচিব বিপুল রায় বলেন, রাজ্যের মহিলাদের অপরিসীম স্বস্তি দিতে অসম সরকার অরুণোদয় ২.০ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অসম সরকারের অরুণোদয় আক্ষরিক অর্থে লক্ষাধিক পরিবারের জন্য স্বাবলম্বীতার প্রতি আশার বাতাবরণ সৃষ্টি করেছে। তাই প্রকৃত সুবিধাপ্রাপকদের আবেদন করতে তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *