মুম্বই, ৩১ ডিসেম্বর (হি.স.): টিভি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু মামলার অভিযুক্ত অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শিজান খানকে শনিবার মহারাষ্ট্রের ভাসাই আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ জারি করেছে।
এদিন পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ওয়ালিভ পুলিশ ২৮ বছর বয়সী অভিনেতাকে আদালতে হাজির করে। এর আগে গত বুধবার ভাসাই আদালত ৩০ ডিসেম্বর পর্যন্ত হেফাজতে রাখার সময় সীমা বাড়িয়েছিল। আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শিজানকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে।
এদিকে, মৃত তুনিশা এবং শিজানের মধ্যে কী ঘটেছিল তার বাস্তবতা খুঁজে বের করতে ওয়ালিভ পুলিশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপে দুজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে স্ক্যান করতে শুরু করেছে। পুলিশ অনুসারে, তারা জুন থেকে এই ডিসেম্বর পর্যন্ত প্রায় ২৫০ থেকে ৩০০ পৃষ্ঠার চ্যাট উদ্ধার করেছে।