পাথারকান্দি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : ছাত্রছাত্রীদের পুঁ থিগত বিদ্যাসভাসের পাশাপাশি শারীরিক ও মানসিক ভিত মজবুত করতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসব সম্পন্ন হল পাথারকান্দির হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে।
গত সোমবার স্কুলের প্রশাসক তথা সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজি বিষয়ের প্রবক্তা ময়নুল হক এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত রাজকুমারের হাত দিয়ে স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই ক্রীড়া মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। পরে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এক প্যারেডে স্কুলের প্রশাসক অভিবাদন গ্রহণের মধ্যে দিয়ে নিজ হাতে মশাল জ্বালিয়ে সপ্তাহব্যাপী এই ক্রীড়া মহোৎসবের সূচনা করেন। পরবর্তীতে স্কুলের সঙ্গীত শিক্ষিকা পদ্মজা সিনহার নেতৃত্বে ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। অনুমষ্ঠানে স্কুলের প্রশাসক তথা সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজির প্রবক্তা ময়নুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে প্রাত্যহিক পঠন-পাঠনের পাশাপাশি সুস্থ শরীর গঠনে সমান্তরাল ভাবে পড়ুয়াদের খেলাধুলা চালিয়ে যেতে হবে।
সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসবে ছিল স্কুলের নার্সারি থেকে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে কাবাডি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, শর্টপুট, ডিসকাস থ্রো, ব্যাডমিন্টন, ট্যাগ অব ওয়ার, একশো মিটার দৌড় প্রভৃতি প্রতিযোগিতামুলক খেলাধুলা।
আজ শনিবার সমাপ্তি দিনে পাথারকান্দির বিশিষ্ট ক্রীড়াবিদ তথা ইনসেট স্পোর্টস ক্লাবের সম্পাদক শংকরলাল দাস, সীমান্ত চেতনা মঞ্চের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় আবিল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতামূলক খেলাধুলা চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। সপ্তাহব্যাপী ক্রীড়া মহোৎসবটি সর্বাঙ্গসুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্কুলের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষিক কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত রাজকুমার। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অন্যা আরেক অনুষ্ঠানের মাধ্যচমে এই প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।