বদরপুর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন লামজুয়ার গ্রামে সংঘটিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে দুই গৃহস্থের বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নয়টা নাগাদ লামাজুয়ার গ্রাম পঞ্চায়েতের বাদেউত্তর গ্রামে। ভয়াবহ অগ্নিকাণ্ড ফখর উদ্দিন ও ফারুক উদ্দিন নামের দুই গৃহস্থের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, হঠাৎ করে ঘরে আগুন লেগেছে দেখে পরিবারের লোকজন হল্লা-চিৎকার শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে বদরপুর এবং মহাকল থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ভাঙা পুলিশ চৌকির কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা হবে বলে দাবি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে।