নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): ফের দূষিত হয়ে উঠল রাজধানী দিল্লির বাতাস। শনিবার সকালে দিল্লি-এনসিআর-এর সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। সকাল ৬.৪৪ মিনিট নাগাদ দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) বেড়ে ৩৬৯-এ পৌঁছে যায়। দূষণের কারণে দিল্লিতে এদিন সকালে শ্বাস নিতে কষ্ট হয়েছে অনেকেরেই।
এদিকে, মাঝে একদিনের বিরতির পর, ফের শৈত্যপ্রবাহ ফিরে এল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। শনিবার সকালে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সর্বত্রই হাড় কাঁপানো ঠাণ্ডা ছিল। শীত থেকে বাঁচতে আগুনের আঁচে উষ্ণ হয়েছে উত্তর ভারত। শীতের পাশাপাশি কুয়াশার দাপটও এদিন ছিল উত্তর ভারতে। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের গোরক্ষপুর। সেখানে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

