ঋদ্ধিমান, সুদীপের জোড়া শতক পাঞ্জাব ম্যাচ ড্র, ত্রিপুরার ৩ পয়েন্ট

পাঞ্জাব: ২০৩

ত্রিপুরা: ৩২২/৪ (ডি)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। রঞ্জি ট্রফিতে আবারও চমক ত্রিপুরার। তারকা সমৃদ্ধ দল পাঞ্জাবের সঙ্গে ড্র করার পাশাপাশি প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট প্রাপ্তির আনন্দটাই আলাদা। গ্রুপ লীগের তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে থেকে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট প্রাপ্তির পেছনে মূলতঃ অধিনায়ক ঋদ্ধিমান সাহা ও পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জির অনবদ্য ব্যাটিং যথেষ্ট উল্লেখযোগ্য। বেশ ক’দিন পর দুজনের প্রশস্ত ব্যাটে অপরাজিত শতক পেয়ে দুজনেই আনন্দিত। তবে পাঞ্জাবকে রুখে দিয়ে ৩ পয়েন্ট পেয়েছে বলে পুরো আনন্দটা টিমের সঙ্গেই ভাগ করে নিতে চাইছে ঋদ্ধিমান ও সুদীপ। খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বাংলার দুই ক্রিকেটারের উপর ভর করে ত্রিপুরা ৩ পয়েন্ট পেল, বিষয়টা আপনি কিভাবে দেখছেন জিজ্ঞাসা করলে উত্তরে তিনি এখন পুরোপুরি ত্রিপুরার বলে গর্বের সঙ্গে ত্রিপুরার ক্রিকেটার হিসেবে গৌরবান্বিত বোধ করছেন বলে ব্যক্ত করেন। পাঞ্জাবের প্রথম ইনিংসের ২০৩ রানের জবাবে ত্রিপুরা চারদিনের খেলায় অন্তিম দিনের দ্বিতীয় পর্যায়ে ৪ উইকেট হারিয়ে ৩২২ রানে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে সুদীপ চ্যাটার্জীর অপরাজিত ১১২ রান এবং ঋদ্ধিমান সাহার অপরাজিত ১০১ রান উল্লেখ করার মতো। ঘরের ছেলে শ্রীদাম পালের ৫৫ রান এবং বিশাল ঘোষের ২৬ রান রাজ্য দলের ভিত্ গড়ে দিয়েছিল। পাঞ্জাবকে প্রথম ইনিংসে ২০৩ রানের মধ্যে আটকে রাখার অন্যতম কারিগর মনি শংকর সিং এর ভূমিকাও অনস্বীকার্য।  মনি শংকর ৪৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে এবারের রঞ্জি আসরে তার বোলিং সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। মনিশঙ্কর এ পর্যন্ত তিনটি ম্যাচে পাঁচটি ইনিংসে ১৮ টি উইকেট দখল করেছে। এছাড়া, অভিজিৎ সরকার ও অজয় সরকার পাঞ্জাব ম্যাচে দুটি করে এবং দীপক ক্ষৈত্রী একটি উইকেট পেয়েছে। ত্রিপুরা দলের পরবর্তী ম্যাচ চন্ডিগড় এর বিরুদ্ধে, আগরতলার এমবিবি স্টেডিয়ামে, তিন থেকে ছয় জনুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *