নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন-এর প্রয়াণে শোঁক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন-এর প্রয়াণে শোঁক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃবিয়োগের বিষয়ে জানার পর তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করেছেন৷ যাওয়ার বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করে ছিলেন৷ কিন্তু এই মুহূর্তে যাওয়ার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা একটু পৃথক৷ বড় ধরনের অনুষ্ঠান তিনি চান না৷ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন-এর আত্মার সদগতি কামনা করেন৷
2022-12-30