ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। রাজধানীর উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ পূর্তিতে বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষ্যে ক্রসকান্ট্রি দৌড় আগামী ১ জানুয়ারি সকাল ৭টায় হবে। এতে অংশ নিতে ইচ্ছুকদের ৩১ ডিসেম্বরের মধ্যে নাম জমা করতে বলা হয়েছে। নাম জমা করা করা যাবে ৭০৮৫৬৩৫৩৭৩ এই হোয়াটস এপ নম্বরে। আসরের বিজয়ীদের প্রাইজমানি ও ট্রফি দেয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এন্ট্রি পাঠানো হয়েছে। আসরের উদ্বোধন করবেন ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা দিবাকর দেবনাথ।
এদিকে, একই দিনে ১ জানুয়রি সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেট অভিজিৎ মল্লিক ও শম্পা সরকার চৌধুরী উপস্থিত থাকবেন। এর পরেই হবে দুই বয়স বিভাগে হবে বসে আঁকো প্রতিযোগিতা। সব শেষ শুরু হবে আন্তর্জাতিক মানের (গোল পকেট) ক্যারাম প্রতিযোগিতা। এই ক্যারাম চলবে পাঁচদিন। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত হবে এই জন্মজয়ন্তী পালন করা হবে। এতে যোগাসন, দাবা প্রতিযোগিতা সহ বিবেকানন্দের উপর সঙ্গীত, আবৃত্তি, যেমন খুশী সাজ, ক্যুইজ নানা প্রতিযোগিতা হবে। আসরে সকলকে সামিল হতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।