হীরাবেনের পুণ্যময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা : লোকসভার স্পিকার

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শোকবার্তায় ওম বিড়লা জানিয়েছেন, হীরাবেনের পুণ্যময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

একটি শোকবার্তায় লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, হীরাবেনের পুণ্যময় জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপি নেতা ও অন্যান্য দলের নেতারা।