নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং তৈরির আনুষ্ঠানিক শিলান্যাস করা হবে৷ পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং তৈরির কাজ আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে ভুমি পুজনের মাধ্যমে শুরু হবে৷ শহরকে যানজট মুক্ত করতে ২৮০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সেই জায়গায়৷ পাশাপাশি উপরে থাকবে কমার্শিয়াল বিভিন্ন ধরনের হোটেল শপিং মলসহ মাল্টিপ্লেক্স৷ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু ৫০ মিটার উচ্চতা সম্পন্ন হবে এই বিল্ডিং৷ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তৈরি হবে এই বিল্ডিং৷ ৩০ বছরের জন্য লিজে এই জায়গাটি সরকার দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানির হাতে৷ ২০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে এই পার্কিং কমপ্লেক্স৷ সরকারকে ভাড়া দেবে প্রাইভেট কোম্পানি৷ তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে৷ পাশাপাশি ৩০ বছর পর্যন্ত প্রাইভেট কোম্পানির হাতে থাকবে তার মালিকানা৷ পরবর্তীতে যদি রাজ্য সরকারের সঙ্গে চুক্তি আরও বৃদ্ধি করতে চায় করতে পারবে৷ না হলে বিল্ডিং সহ সবকিছুই হয়ে যাবে রাজ্য সরকারের৷ এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের দ্বিতীয় প্রজেক্ট৷এর আগে পলো টাওয়ার তৈরি হয়েছিল এরকম চুক্তির মাধ্যমে৷
2022-12-29