চিন-সহ ৬ দেশ থেকে আগত যাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): চিন-সহ ৬ দেশ থেকে আগত যাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। বাকি দেশগুলি হল-হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। আগামী ১ জানুয়ারি থেকে এই ৬টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আসা বিমান যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের আগে তাঁদের বিমান সুবিধা পোর্টালে নিজেদের রিপোর্ট আপলোড করতে হবে।