নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): শীতের প্রকোপ থেকে আপাতত রেহাই পাবে না দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত। বরং শীতের দাপট আরও বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার শীতের দাপট আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার থেকে উত্তর-ভারতে আবার নতুন করে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। এদিনই দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাব-সহ দেশের উত্তর ভারত শীতে কেঁপেছে।
আইএমডি-র সিনিয়র বিজ্ঞানী আর কে জেনামানি বলেছেন, শনিবার থেকে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতে ফের বাড়বে ঠাণ্ডা, শনিবার শৈত্যপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে পারে।

