গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্লাইউডের কারখানা, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

খেদা (গুজরাট), ২৯ ডিসেম্বর (হি.স.): গুজরাটের খেদা জেলায় ভয়াবহ আগুন লাগল একটি প্লাইউডের কারখানায়। বৃহস্পতিবার ভোরে খেদা জেলার মেহমেদাবাদ তালুকার অন্তর্গত ভামালি গ্রামে অবস্থিত একটি প্লাইউডের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। সকাল ৫.৩০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল, ততক্ষণে গোটা কারখানাটি আগুনের গ্রাসে চলে যায়। আগুনের লেলিহান শিখায় কারখানাটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

মুখ্য দমকল সুপার দিক্সিত প্যাটেল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে খেদা জেলার মেহমেদাবাদ তালুকার অন্তর্গত ভামালি গ্রামে অবস্থিত একটি প্লাইউডের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। দমকল খবর পায় সকাল ৫.৩০ মিনিট নাগাদ। আমরা জলের ট্যাঙ্ক ও দমকলের ইঞ্জিন পাঠিয়েছিলাম। এখন আগুন নিয়ন্ত্রণে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।