মৌচাককে হারিয়ে জয়ের ধারা অব্যাহত চাম্পামুড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে জি.বি, চাম্পামুড়া এবং প্রগতি প্লে সেন্টার। লাগাতর জয়ের সুবাদে তিনটি দলই সেমিফাইনালের লক্ষ্যে ক্রমশ অগ্রসর হচ্ছে। চাম্পামুরা গ্রুপ-এ থেকে, অপরদিকে জি.বি এবং প্রগতি প্লে সেন্টার গ্রুপ-বি থেকে। নীপকো মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামুরা ২৮ রানের ব্যবধানে মৌচাককে পরাজিত করেছে। টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশার জন্য খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ২৮ করা হয়। সীমিত ওভারে চাম্পামুরা ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ দেবনাথের ৪৪ রান, সন্দীপন দাসের ৩৫ রান এবং অয়ন দেবনাথের ৩১ রান উল্লেখযোগ্য। মৌচাকের স্নেহাংশ রায় দুটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মৌচাক ৬ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করতেই সীমিত ২৮ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে অক্ষিত দেবনাথ সর্বাধিক ২৭ রান পায়। চাম্পামুরার সন্দীপন দাস ও রুপম বণিক দুটি করে উইকেট পেয়েছে। তবে সন্দীপন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।