সীতাপুর (উত্তরপ্রদেশ), ২৯ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতের রাতে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সীতাপুরে। ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা অধিকাংশই পেশায় পরিযায়ী শ্রমিক। সেইসঙ্গে, শ্রমিক পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনায় জখম হয়েছেন। দুর্ঘটনার সময় ওই বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জন্যই ঘটেছে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রেউসা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের সীতাপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা। তাঁরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি সীতাপুরের রেউসা থানার অধীনস্ত। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় যাচ্ছিল। কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই রেউসা তাম্বোর সড়কের খারোহা খুরওয়ালিয়ার কাছে একটি পুকুরে পড়ে যায় বাসটি।

