এপিএসসি চাকরি কেলেংকারি : দুই গ্যাজেটেড অফিসারকে বিপ্লব শৰ্মা কমিশনের নোটিশ

গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর চাকরি কেলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে রাজ্যে কর্মরত দুই গ্যাজেটেড অফিসারকে নোটিশ পাঠিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শৰ্মা কমিশন।

২০১৪ সালে এপিএসসি পরীক্ষা কেলেংকারির এক বিস্ফোরক তথ্য উন্মোচন করেছে বিচারপতি বিপ্লব শৰ্মা কমিশন। বিজ্ঞপ্তি জারি করার আগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্ৰক এই দুই অফিসার নাম নিয়েছিলেন কমিশনের সামনে। পরবর্তীতে তদন্ত চালিয়ে তাঁদের বিরুদ্ধে অবসরপ্ৰাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শৰ্মা কমিশন লাভ করে বহু তথ্য।
এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাঁকা পথে এপিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্যাজেটেড অফিসারের চাকরি পেয়েছিলেন। যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা রাজ্য পুলিশের ডিএসপি ভনিতা নাথ এবং আবগারি সুপারিনটেনডেন্ট মানবী দাস। দুই অফিসারকে আগামী ১৫ দিনের মধ্যে কমিশনের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে।