বুদ্ধগয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): সর্বদা অভাবীদের জন্য কাজ করুন। একজন ব্যক্তি বিশ্বাসী হলে তাঁকে অন্যের কথা ভাবতে হবে। বৃহস্পতিবার বিহারের বুদ্ধগয়া এই বার্তা দিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। এদিন সকালে একটি সমাবেশে বক্তব্য রাখার সময় দলাই লামা বলেছেন, যাঁরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উস্কে দেন, তাঁদের প্রতি তাঁর কোনও অসৎ ইচ্ছা নেই।
তিব্বতী ধর্মগুরু দলাই লামা আরও বলেছেন, “আপনি যদি বিশ্বাসী হন তবে আপনাকে অন্যদের কথা ভাবতে হবে। আপনি যদি শুধুমাত্র নিজের কথা ভাবেন তা আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়, সবসময় যাঁরা অভাবী তাঁদের জন্য কাজ করুন।” দলাই লামা বলেছেন, আমরা মানুষ হয়ে জন্মেছি, এবং আমি যেখানেই থাকি না কেন, মানবতার জন্য কাজ করে যাবো।

