নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারী পর্যন্ত ছয় দিনের সরকারি সফরে সাইপ্রাস এবং অস্ট্রিয়াতে যাবেন বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী ২৯ থেকে ৩১ ডিসেম্বর সাইপ্রাসে থাকবেন। এ বছর ভারত ও সাইপ্রাস কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ করছে। তাঁর সফরের সময় বিদেশমন্ত্রী সাইপ্রাস বিদেশমন্ত্রী আইওনিস কাসুলিডস এবং প্রতিনিধি পরিষদের স্পিকার অ্যানিটা ডেমেট্রিউয়ের সঙ্গে দেখা করবেন। বিদেশমন্ত্রী ভারতীয় প্রবাসীদের সাথে আলাপচারিতা ছাড়াও ব্যবসায়িক এবং বিনিয়োগকারী সম্প্রদায়ের সাথেও কথা বলবেন।
অস্ট্রিয়ায় বিদেশমন্ত্রী ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক অস্ট্রিয়ার ফেডারেল মন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে দেখা করবেন। গত ২৭ বছরে ভারত থেকে অস্ট্রিয়ায় এটিই হবে প্রথম বিদেশমন্ত্রী পর্যায়ের সফর। ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্কের পটভূমিতে ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে।

