কাঠমাণ্ডু, ২৮ ডিসেম্বর (হি.স.): হালকা থেকে মাঝারি তীব্রতার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের বাগলুঙ জেলা। বুধবার ভোররাতে পরপর দু’বার ভূকম্পন অনুভূত হয় নেপালে। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭ ও পরে ৫.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। নেপালের ভূমিকম্প মনিটরিং ও রিসার্চ সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার ভোররাত ১.২৩ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বাগলুঙ জেলার অধিকারী চাউরের কাছে।
এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাগলুঙ জেলাতেই, ভোররাত ২.০৭ মিনিট নাগাদ বাগলুঙ জেলার খুনগার কাছে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি নেপালে।