পাঞ্জাব রঞ্জি একাদশে অর্শদ্বীপকে সরিয়ে ব্রার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। পাঞ্জাব রঞ্জি একাদশে একজন ক্রিকেটারকে পরিবর্তন করতে হয়েছে। অর্শদ্বীপ স্থান পেয়েছে ইন্ডিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে। প্রতিপক্ষ শ্রীলংকা। রঞ্জি ট্রফির টুর্নামেন্টে পাঞ্জাবের হয়ে ত্রিপুরার বিরুদ্ধে খেলার জন্য আগরতলায় এসে প্রথম একাদশেও স্থান করে নিয়েছিল অর্শদ্বীপ। প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ১৭ ওভার খেলা হয়েছিল বলে অর্শদ্বীপকে মাঠে নামতে হয়নি। বাঁ হাতি পেসার অর্শদ্বীপ আজ, বুধবার ব্যাট করতে মাঠে নামার এক ঘন্টা আগে হঠাৎ করে টিম একাদশে তার স্থলে গুরনুর ব্রার নাম উঠে আসে। সূত্রে জানা যায় অর্শদ্বীপ সিংকে বিসিসিআই থেকে ডাকা হয়েছে শ্রীলংকা সফরে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার জন্য। স্বাভাবিক কারণে তাকে চলে যেতে হচ্ছে বলে তার স্থলে ব্রার-কে খেলানো হচ্ছে। এ যাত্রায় অর্শদ্বীপের বোলিং এমবিবি স্টেডিয়ামের দর্শকরা দেখতে পারছেন না। তবে শ্রীলঙ্কা সফরে অর্শদীপ সাফল্য পাবে বলে ক্রিকেটপ্রেমীরা আশাবাদী।