কালিয়াগঞ্জে মিলে ধান সেদ্ধ করার ড্রাম ফেটে মৃত্যু ব্যক্তির

কালিয়াগঞ্জ, ২৮ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বোঁচাডাঙ্গা অঞ্চলের একটি মিলে ধান সেদ্ধ করার ড্রাম ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত হন মিলের আরও চারজন কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কান্দ্রু দেবশর্মা। তিনি ফতেপুর হাট এলাকার ধামজা সংসদের বাসিন্দা। আহতদের পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা পর আহতদের ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। কালিয়াগঞ্জের ফতেপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে বসতিপূর্ণ এলাকায় অবস্থিত একটি ধানের মিল।

মিলের কর্মী বাজারু বর্মন জানান, প্রতিদিনের মত বুধবারেও মিলে কাজ করতে এসেছিলেন কান্দ্রু দেবশর্মা। বেলা গড়াতেই ড্রাম নির্মিত বয়লারে গরম জল ও ধান দিয়ে আগুনের সাহায্যে চলছিল ধান সেদ্ধর কাজ। হঠাৎই একটি গরম ড্রাম ফেটে যায়। গরম বাষ্পের চাপে ড্রামটি উড়ে গিয়ে কান্দ্রু দেবশর্মার গায়ে লাগে। সেখানেই মৃত্যু হয় কান্দ্রু দেবশর্মার।