কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : মেডিক্যাল কলেজের পরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবার বিক্ষোভ পড়ুয়াদের বিক্ষোভ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অরবিন্দ ভবনে কর্মসমিতির বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ দেখায়।
নির্বাচনের দাবিতে কর্মসমিতির কাছে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয় ছাত্র সংগঠনগুলোর তরফে। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, গত দু’বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কর্মসমিতির বৈঠকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করার জন্যে আর্জি জানানো হয়েছে পড়ুয়াদের তরফে। এব্যাপারে উচ্চশিক্ষা দফতরের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি দিয়েছে ছাত্র সংগঠনগুলো।

