জম্মু, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মুতে জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে জম্মুর সিধরা এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেছেন, এনকাউন্টার শেষ, ২-৩ জন জঙ্গি সেখানে রয়েছে। সম্ভবত আরও জঙ্গি থাকতে পারে। বিপুল আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল জঙ্গিরা। সন্ত্রাসীরা নিরস্ত্র হয়েছে।
এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, একটি ট্রাকের গতিবিধি দেখে সন্দেহ হয় আমাদের, সেই ট্রাকটির ওপর নজর রাখা হয়। জম্মুর সিধরা এলাকায় ট্রাকটিকে থামানো হয়, কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটিতে তল্লাশি চালানোর সময় দেখা যায়, ভিতরে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। জঙ্গিরা গুলি চালালে বাহিনীও পাল্টা গুলি চালায়। এনকাউন্টারে নিকেশ হয়েছে ২-৩ জন জঙ্গি। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা গ্রেনেড ছোড়ে বলেও জানা গিয়েছে।